বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ১২:১৯ am

সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে সাংবাদিকের ওপর চিকিৎসকের হামলা বাগমারায় তারেক জিয়ার প্রজন্মদলের ঝিকরা ইউনিয়ন কমিটির অনুমোদন বিজয়নগরে ত্রিমুখী সং’ঘর্ষে নারী-শিশুসহ ৩ জন নিহত তানোরে ডিবি পুলিশের অভিযানে আ.লীগ ও যুবলীগের নেতাকর্মী আটক চারঘাটে ৬২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ আরএমপি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার তানোরে ওয়ারিশন সনদ ও ট্র্রেড লাইসেন্স প্রাপ্তিসহ জরুরি কাজে ভোগান্তি তানোরে মৎস্য চাষের মটর থেকে অবৈধ সেচ বাণিজ্য ভারতে আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার হবে : নগর জামায়াত সেক্রেটারি ইমাজ নগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী সেই ‘ডন’ গ্রেপ্তার আড়ালে পাচার, নারী নিরাপত্তায় মনোযোগ দরকার : উদিসা ইসলাম সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিমি এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরেছে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন রাজশাহীতে সন্ত্রাসি কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ এবারের বিজয় দিবসের কনসার্টে মূল চমক বেবী নাজনীন মোহনপুরে ভুল সংবাদ প্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ভারতীয় বেডশিট ছুড়ে ফেললেন রিজভী, আগুন দিলেন নেতাকর্মীরা মোহনপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে লীজকৃত পুকুরে মাছ ধরার অভিযোগ নগরীতে ছাত্রলীগের নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
গ্রামীণ ব্যাংকের বহিস্কৃত তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গ্রামীণ ব্যাংকের বহিস্কৃত তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

এম এম মামুন :
গ্রামীণ ব্যাংকের বহিস্কৃত তিন কর্মকর্তার বিরুদ্ধে রাজশাহীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে। বুধবার (১৩ নভেম্বর) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাট দুটি করা হয়। মামলায় তিন আসামি রাজশাহীর চারঘাটে গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তারা বহিস্কৃত।

আসামিরা হলেন, চারঘাটের নিমপাড়া শাখার সিনিয়র ব্যবস্থাপক ও পাবনা জেলার আটঘোরিয়া উপজেলারর অষ্টমণিষা গ্রামের আফজাল হোসেনের ছেলে মেহেরাব হোসেন রিপন (৩৫) এবং একই কেন্দ্রের আরেক সিনিয়র ব্যবস্থাপক ও রাজশাহীর দুর্গাপুর উপজেলার নামোদরখালি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জুলহাস (৪০) ও একই শাখার শাখা ব্যবস্থাপক এবং পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিলবকির গ্রামের তাইজুল ইসলামের ছেলে এম মাসুদ রানা (৪৬)।

দুদক সূত্র মতে, গত ২০১১ সালের ১৭ আগস্ট গ্রামীণ ব্যাংকে চাকুরীতে যোগদান করেন মেহেরাব হোসেন রিপন। তিনি গত ৩০/১০/২০১৬ হতে ১৪/১০/২০১৯ পর্যন্ত নিমপাড়া, চারঘাট শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময়ে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ৭ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে সহজ/বিঃবিঃ/পশু ঋণের এককালীন ১ লাখ ৩৪ হাজার ৬৮৭/- টাকা, ১ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে সবুজ জিপিএস হিসাবের মাসিক কিস্তি বাবদ ১২ হাজার ১৬০/-টাকা, ৩ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে ব্যক্তিগত সঞ্চয়ের ৭১ হাজার টাকা আদায় করে কোনো টাকা ব্যাংকে জমা না করে আত্মসাতসহ অপর ১ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে সহজ/বিশেষ বিনিয়োগ ঋণের কিস্তির ৭৫০ টাকা কম জমা দিয়ে সর্বমোট ৪টি খাতে ১২ জন সদস্যের ২ লাখ১৮ হাজার ৫৯৭ টাকা আত্মসাৎ করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। যা দন্ডবিধি ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।এ ঘটনায় দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে আজ বুধবাার মামলা দায়ের করেছেন।

এদিকে, আসামি মো: জুলহাস (৪০) গত ২০১০ সালের ৩ জানুয়ারি গ্রামীণ ব্যাংকে চাকুরীতে যোগদান করেন। তিনি গত ০৬/১১/২০১৬ তারিখ হতে ১৭/০৯/২০১৯ পর্যন্ত নিমপাড়া, চারঘাট শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক (উচ্চতরমান) হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তার বিরুদ্ধে নিজে লাভবান হওয়ার অসৎ অভিপ্রায়ে তিনি এককভাবে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারনার মাধ্যমে ২৫ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে সহজ/বিঃবিঃ/পশু ঋণের এককালীন ১০ লাখ ২৭ হাজার ৫৪৩ টাকা, ১৩ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে সবুজ জিপিএস হিসাবের মাসিক কিস্তি বাবদ ৪৩ হাজার ৮৮৬ টাকা, ৫ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে ব্যক্তিগত সঞ্চয়ের ৯০ হাজার ৪০০ টাকা আদায় করে ব্যাংকে জমা না করে আত্মসাত করেন। এছাড়াও অপর ১ জন সদস্যের পাশ বইয়ে এন্ট্রি দিয়ে সহজ/বিশেষ বিনিয়োগ ঋণের কিস্তির ৬ হাজার ৪৬৮ টাকা কম জমা দিয়ে সর্বমোট ৪টি খাতে ৪৪ জন সদস্যের ১১ লাখ ৬৮ হাজার ২৯৭ টাকা আত্মসাৎ করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অপরদিকে আসামি কে এম মাসুদ রানা (৪৬), ৩১/০৭/২০০৫ তারিখে গ্রামীণ ব্যাংকে চাকুরীতে যোগদান করেন। তিনি বিগত ০৭/০৮/২০১৬ তারিখ হতে ০৫/০৯/২০১৯ পর্যন্ত প্রিন্সিপাল অফিসার (শাখা ব্যবস্থাপক) গ্রামীণ ব্যাংক, নিমপাড়া চারঘাট শাখা, রাজশাহীতে কর্মরত ছিলেন। আসামি মোঃ জুলহাস তার সহায়তায় পরষ্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে ৩ জন সদস্যদের স্বাক্ষর জাল করে সহজ/পশু ঋণ/বিঃবি প্রস্তাব তৈরিপূর্বক এরিয়া অফিস হতে অনুমোদন করিয়ে ঋণ বিতরণ দেখিয়ে সদস্যদের কোনো টাকা প্রদান না করে ৮২ হাজার ২৬৪ টাকা আত্মসাৎ করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

আসামি মো. জুলহাস নিজে এককভাবে ১১ লাখা ৬৮ হাজার ২৯৭ টাকা এবং অপর আসামি কে এম মাসুদ রানার সহায়তায় পরষ্পর যোগসাজসে ৮২ হাজার ২৬৪ টাকাসহ সর্বমোট ১২ লাখ ৫০ হাজার ৫৬১ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, যা দন্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অবস্থা তাদের দুজনের বিরুদ্ধে রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে আজ বুধবাার পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.