বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ১২:১৭ am
বিনোদন ডেস্ক :
একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়েছে ভারতীয় বাংলা ছবির প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’। ‘এইট্টিন অন স্ক্রিন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলাদেশের (টালিউডের) জনপ্রিয় অভিনেত্র শাকিব খান।
এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় চলে যান কিং খান খ্যাত শাকিব।
সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। আর এসব তারকাদের মধ্যমণি ছিলেন মেগাস্টার শাকিব খান।
সম্প্রতি এ আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে ‘মেগাস্টার সম্বোধন’ করে ডেকে নেন।
মঞ্চে উঠে মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দরদ’ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।
ভারতের কলকাতার প্রশংসা করে বাংলাদেশের তারকা শাকিব খান বলেন, ‘যতবারই কলকাতায় আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না।’
সোমবার সন্ধ্যার সেই মুহূর্তগুলো তুলে ধরে সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন- ‘১৮ সিনেমার মধ্যমণি দরদ।’ সূত্র : যুগান্তর