শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২২ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার ও গ্রাম পুলিশ সদস্য কামরুল হাসান কর্তৃক আত্নসাৎ করা হতদরিদ্র মহিলাদের সঞ্চয়ের টাকা উদ্ধার করা হয়েছে। জনতার হাতে অবরুদ্ধ গ্রাম পুলিশ সদস্য কামরুল হাসানকে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ইউএনও’র হস্তপেক্ষ হতদরিদ্র মহিলাদের সঞ্চয়ের ৬ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে গোয়ালকান্দি ইউনিয়নে ১৫৮ জন হতদরিদ্র মহিলাদের প্রতি মাসে ৩০ কেজি করে চাউল দেওয়া হয়। সেই সাথে ওইসব হতদরিদ্র মহিলাদের নিকট থেকে মাসিক ২০০ টাকা করে সঞ্চয় নেওয়া হয়। সেই টাকা সংশ্লি ব্যাংকে জমা করে ২৪ মাস পর তা ফেরৎ দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার ও গ্রাম পুলিশ সদস্য কামরুল হাসান সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
বিষয়টি জানান পর ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য কামরুল হাসানকে ইউপি কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে তাকে ইউএনও’র কার্যালয়ে হারিজ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য কামরুল হাসানকে তাৎক্ষনিক সমুদয় টাকা ফেরতের নির্দেশ দেন। অন্যথায় তাকে ছয় মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। রা/অ