শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৭ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
নগরীতে আরডিএ’র বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার মামলা

নগরীতে আরডিএ’র বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার মামলা

এম এম মামুন :
নিজের জায়গার সাথে অন্যের জায়গাসহ বিল্ডিং তৈরী করেছেন এক পুলিশ কর্মকর্তা। মানেননি ইমারত বিধিমালা। ভুক্তভোগী জায়গার মালিক মৌখিকভাবে বলে কাজ না হওয়ায় লিখিত অভিযোগ দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ)। আরডিএ উভয় পক্ষের জায়গার কাগজপত্র যাচাই করে পুলিশ কর্মকর্তাকে ভুক্তভোগীর জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেয়। ভুক্তভোগীর জায়গা না ছেড়ে উল্টো আরডিএ’র বিরুদ্ধেই মামলা ঠুকে দিলেন ঐ পুলিশ কর্মকর্তা। এমনই অভিযোগ উঠেছে রাজশাহীতে।

ভুক্তভোগী লিয়াকত হোসেন পেশায় সাংবাদিক। তিনি বলেন, ওয়ারিশ সুত্রে প্রাপ্ত নতুন বিলসিমলা এলাকার বহরমপুর মৌজায় ৩৩৭ দাগে পৌনে এক কাঠা জমি দখল না দিয়ে দীর্ঘদিন দখলে রেখে কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ৪ তলা ভবন নির্মাণ করে রেখেছেন নগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম। অন্যের জায়গায় ইমারত বিধিমালা উপেক্ষা করে সড়ক ঘেষে কোন প্রকার জমি না ছেড়ে এই ভবন নির্মাণ করা হয়েছে যা আইন বহির্ভূত। নতুন বিলসিমলা এলাকার বহরমপুর মৌজায় ৪৪০৮ খতিয়ানের ৩৩৭ দাগে ৪২৮৬ হোল্ডিং ভুক্ত পৌনে এক কাঠা জমির প্রকৃত মালিক মৃত লাইলি বেওয়ার ওয়ারিশ সাংবাদিক লিয়াকত হোসেন ও তার ভাইবোন, এরই প্রেক্ষিতে নিজ জমিতে নির্মানকৃত বিল্ডিং এর অংশ বিশেষ অপসারণের জন্য গত ২৪ জানুয়ারী লিয়াকত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারী/২৪ দুই পক্ষের শুনানি শেষে কর্তৃপক্ষ উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে ১৫ সেপ্টেম্বর ২ মাসের মধ্যে বিল্ডিং এর অংশ বিশেষ সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু তিনি অন্যের জমির অংশ ছাড়ছেন না। তিনি বলেন, আমি পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামকে একাধিকবার আমাদের অংশ রেখে বাড়ি নির্মাণের জন্য অনুরোধ করি, তাতে কোন লাভ হয়নি। তার দাম্ভিকতা হলো তিনি একজন পুলিশ অফিসার এবং আপন ভাই রবিন আওয়ামী লীগ কর্মী। নিজে পুলিশ ও ভাই আওয়ামী লীগের কর্মী হওয়ায় ক্ষমতার দাপটে আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উল্টো আরডিএ’র নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের বিরুদ্ধেই আদালতে মামলা দায়ের করেছেন বলে জানতে পারি।

অভিযোগের বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, আমি ব্যস্ত আছি, আমার ভাই রবিন-মমিনদের সাথে কথা বলেন। ছোট ভাই মমিন উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের ৩৩৭ দাগে অধিগ্রহণের পরে ৪ ছটাক জমি ছিলো, পরে বাকী ১১ ছটাক পাশের ৩৩৮ দাগের মালিক মৃত আরকাতুন বেওয়ার ওয়ারিশ বাবলুদের কাছে থেকে ৫ লক্ষ টাকা দিয়ে কিনে স্থাপনা নির্মাণ করেছি। তবে ক্রয়ের বিষয়ে পূর্নাঙ্গ কোন তথ্য দিতে না পারলেও আরডিএ’র বিষয়ে দাম্ভিকতার সাথে বলতে থাকেন, আদালতে মামলা করেছি, মামলা দীর্ঘদিন চলবে, আমাদের কোন সমস্যা নাই।

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, নোটিশ পেয়েছি আদালতে মামলা চলমান আছে, আমাদের উকিলের মাধ্যমে আমরা মামলা পরিচলনা করবো, মামলার রায় পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আশা করি আমরা ন্যায় বিচার পাবো। অভিযোগকারীকে বিবাদি না করে শুধু আমাদের কেন বিবাদী করলো তা আমার বোধগম্য নয়। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.