শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৪ pm
এম এম মামুন :
অন্তর্র্বতী সরকারের নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে মহানগরীতে একাই রাস্তায় কর্মসূচি পালন করেছেন রাজশাহী জেলা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মহানগরের জিরোপয়েন্ট এলাকায় গলায় ব্যানার নিয়ে তাকে একাই হাঁটতে দেখা যায়।
ওই রঙিন ব্যানারে নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই। প্রতিবাদী ওই ব্যানারটি নিয়ে তাকে প্রথমে মহানগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে দেখা যায়। সোখানে কিছু মুহূর্ত দাঁড়ানোর পর হাঁটতে হাঁটতে তিনি জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বরের সামনে যান। প্রতিবাদী ব্যানারটি সাধারণ মানুষের সমানে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে দাঁড়িয়ে তিনি ব্যানারে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রাজশাহী মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘বরাবরই উপদেষ্টা পরিষদ গঠন এবং নিয়োগে রাজশাহীসহ গোট উত্তরাঞ্চলই বঞ্চিত হয়েছে। এখানকার কাউকেই অন্তর্র্বতী সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এই অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি?
তিনি বলেন, ‘২৪’ এর জুলাই আন্দোলনে এই উত্তরাঞ্চলেই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই। এর ওপর আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা করা হয়েছে। যা মেনে নেওয়া সম্ভব নয়। তাই উপদেষ্টাদের মধ্যে নতুন তিনজনকেই অপসারণ করার দাবি এই রাজশাহী মহিলা দলের এই নেত্রীর।
সরকারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদের সোমবার বিকেলে রাজশাহীর তালাকইমারি মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন আন্দোলনকারীরা ছাত্ররা। রা/অ