বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ১১:২৮ pm

সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে সাংবাদিকের ওপর চিকিৎসকের হামলা বাগমারায় তারেক জিয়ার প্রজন্মদলের ঝিকরা ইউনিয়ন কমিটির অনুমোদন বিজয়নগরে ত্রিমুখী সং’ঘর্ষে নারী-শিশুসহ ৩ জন নিহত তানোরে ডিবি পুলিশের অভিযানে আ.লীগ ও যুবলীগের নেতাকর্মী আটক চারঘাটে ৬২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ আরএমপি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার তানোরে ওয়ারিশন সনদ ও ট্র্রেড লাইসেন্স প্রাপ্তিসহ জরুরি কাজে ভোগান্তি তানোরে মৎস্য চাষের মটর থেকে অবৈধ সেচ বাণিজ্য ভারতে আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড হাসিনার তৈরী আইন দিয়েই তার বিচার হবে : নগর জামায়াত সেক্রেটারি ইমাজ নগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী সেই ‘ডন’ গ্রেপ্তার আড়ালে পাচার, নারী নিরাপত্তায় মনোযোগ দরকার : উদিসা ইসলাম সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিমি এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরেছে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন রাজশাহীতে সন্ত্রাসি কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ এবারের বিজয় দিবসের কনসার্টে মূল চমক বেবী নাজনীন মোহনপুরে ভুল সংবাদ প্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ভারতীয় বেডশিট ছুড়ে ফেললেন রিজভী, আগুন দিলেন নেতাকর্মীরা মোহনপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে লীজকৃত পুকুরে মাছ ধরার অভিযোগ নগরীতে ছাত্রলীগের নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন :
আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজশাহীর জিরো পয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। রাজশাহী মহানগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২ টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজশাহীর জিরোপয়েন্ট গণজমায়েতে মিলিত হন। রাজশাহীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নূর হোসেনের কাঁধে চেপে পতিত সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাবর্তন এখন আর কোনোভাবেই সম্ভব নয়। এই স্বপ্ন, স্বপ্নই। যা বাস্তবায়ন হবে না। নিজ হাতে গণতন্ত্র হত্যা করে, গণহত্যা চালিয়ে ভুয়া হুঙ্কার দিয়ে ফিরে আসাতে চাইলে শিক্ষার্থীরাই তাদের প্রতিহত করবে। আর গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা মাঠে ছিল, শেষ পর্যন্ত মাঠে থাকবে।

বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ক্ষমা চাইতে ও জুলাই গণহত্যার বিচার মেনে নিতে বলেন শিক্ষার্থীরা। একইসঙ্গে অন্তবর্তী সরকারের বিচার ব্যবস্থা ও সংস্কার প্রক্রিয়া মানতেও দাবি করেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ফ্যাসিজম প্রতিহত করতে যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে তারা মাঠে নামতে এবং থাকতে প্রস্তুত। জুলাই আন্দোলনে ঢালা রক্ত কোনোভাবেই তারা বৃথা যেতে দেবেন না।

রাজশাহীর জিরোপয়েন্টে দুপর ১২টা থেকে ঘণ্টাব্যাপি এ বিক্ষোভ কর্মসূচি চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় জিরোপয়েন্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্নয়ক মেসকাত হোসেন মিশু, সালাউদ্দিন আম্মার, মেহেদী হাসান, মেহেদী হাসান মুন্না, মাসুদ রানা, সাব্বির হোসেন, রাজশাহী কলেজ শাখার আব্দুর রহিম, মহুয়া জান্নাত, রাবির রাতুল হোসেন প্রমুখ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.