বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২০ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণ মামলা এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইব্রাহিম শেখ উজ্জলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার মো: ইব্রাহিম শেখ উজ্জল (৪৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড় কুঠি পাড়ার মৃত চাঁদ মোহাম্মদের ছেলে। তিনি রাজশাহী সিটি কপোরেশনের ১২নং ওয়ার্ড যুবলীগের নেতা। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। রা/অ