বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১৮ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রচারণা মুলক নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং যানবাহন চালকসহ পথচারীরা অংশ নেয়।
বুধবার সকালে (৩০ অক্টোবর) রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাজারে ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা মুলক র্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সড়ক, মহাসড়কের উপর থেকে বাঁশের হাট অপসারণ, দখলমুক্ত ফুটপাত দাবী, ফিটনেস বিহীন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবী জানান।
এছাড়াও নিরাপদ সড়ক রক্ষায় চালক লাইসেন্স এবং হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবী জানানো হয়। সকলকে সড়ক আইন মেনে চলে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং নিরাপদ চলাচলে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- এলটাস বাংলাদেশের সভাপতি ও কেশরহাট কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, মোহনপুর ট্রাফিক বিভাগের টিআই রবিউল ইসলাম, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও বিএনপি নেতা ওসমান আলী।
এছাড়াও মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক রাসেল সরকার, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম, ডেইলি ইন্ড্রাষ্ট্রির রাজশাহী প্রতিনিধি শাহীন সাগর, মোহনপুর প্রেসক্লাবের সাংবাদিক আনসার আলী, সাংবাদিক রায়হান রিফাত ও সাংবাদিক শরিফুল ইসলাম ছাড়াও মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজর আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ। রা/অ