বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৪ pm
এম এম মামুন :
রাজশাহী মোহনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনার পাশা পাশি ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মী কর্তৃক ঢাকার পল্টনে জামায়াত-শিবিরের কর্মীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ আক্টোবর) মোহনপুর উপজেলা সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনে নিহতদের প্রতি মাগফিরাত কামনা ও ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মীদের লগি বৈঠা দিয়ে ছাত্রশিবির ও জামায়াতের ইসলামী নেতা-কর্মীদের হত্যার বিচার দাবি করা হয়। বৈষম্যমুক্ত ইসলামী সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত থাকার আহবান জানান।
মোহনপুর উপজেলা জামায়াতের আমির জিএম আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল গফুর মৃধা এবং সহকারী সেক্রেটারি মাষ্টার মো: আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী পশ্চিম জেলার সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী পশ্চিম জেলার সুরা ও কর্মপরিষদ মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান আলী, সহকারী সেক্রেটারি শাহাজামালসহ পৌরসভার ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রা/অ