বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৫ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে প্রয়াত বিএনপি নেতা ‘ব্যারিস্টার আমিনুল হক’ স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার ২৭ অক্টোবর সকালে তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমশো মহল্লায় অবস্থিত ‘সোনালী সংঘে’র আয়োজনে আমটিয়ারা মাঠে দুইদিন ব্যাপি এ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
আমশো গ্রামের বিশিষ্ট ব্যক্তি মোসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান ও তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা।
খেলায় সার্বিক সহযোগিতায় আছেন আমশো সোনালী সংঘের আহবায়ক মাস্টার ওবাইদুর মোল্লা ও সদস্য সচিব আব্দুল মালেক, তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লা, সোনালী সংঘের সদস্য মাজহারুল ইসলাম রনি, রাজু ও আশরাফুল প্রমুখ। ঐতিহ্যবাহী এ টুর্নামেন্ট খেলায় বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করছে। রা/অ