বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৭ pm
এম এম মামুন :
রাজশাহী মহিলা কলেজে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রী পরীক্ষা দিতে এলে তাকে মারধর করে পুলিশের হাতে তোলে দেয় ছাত্রীরা। এ সময় পুলিশের সামনেও ওই ছাত্রলীগ নেত্রীকে মারধর করতে দেখা যায়।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতী হলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী মহিলা কলেজে রোববার দুপুর ২টার দিকে পরীক্ষা দিতে আসেন প্রিয়া নামের ওই ছাত্রলীগ নেত্রী। বিষয়টি টের পেয়ে মহিলা কলেজ ছাত্রীরা তাকে আটকে রাখে। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তোলে দেয়া হয়। এসময় প্রিয়া চিৎকার করে স্লোগান দিতে থাকেন, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করিনা মরণে।’
তিনি সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এসময় তাকে অনন্য পরীক্ষার্থীরা চিনে ফেললে পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। পরে কলেজের শিক্ষক পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে। রা/অ