বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪২ pm
এম এম মামুন :
রাজশাহী নগরীতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১ টায় মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া করিডোর মোড় এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, নগরীর মতিহার থানার ডাঁশমারী পূর্ব পাড়ার এলাকার মো.শরিফুল ইসলাম (২৬), মো. নাজিউর রহমান মৃদুল (২৬) ও মো. তারিফুল ইসলাম ইয়ামিন (২৪)।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্ট থেকে অটোরিকশায় তিন জন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬নং গেটের কাছে অটোরিকশা চালক রবিউলকে আঘাতের পর গাছে সাথ বেঁধে রেখে অটোরিকশাটি ছিনতাই করে।
অটোরিকশা চালক রবিউল ইসলামের বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার বাগডাঙ্গা পশ্চিম পাড়ার গ্রামে। ঘটনার পর অটোরিকশা চালক মো: রবিউল ইসলাম মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলার পর আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের দিকনির্দেশনায় মতিহার থানা পুলিশের একটি সোমবার দিবাগত রাত পৌনে ১ টায় অভিযান চালিয়ে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া করিডোর মোড় থেকে আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন।
তার দেওয়া তথ্যমতে অপর দুই আসামি নাজিউর রহমান তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিউর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার হয়। আইননি প্রক্রিয়া শেষে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। রা/অ