শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৫:১৭ am
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের সদস্যদের অংশগ্রহণে ভিন্ন ভিন্ন স্থানে তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।
শনিবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় নাচোল ইউনিয়নের খেসবা মোড়ে ডাসকো ফাউন্ডেশনের টেকসই প্রকল্পের আওতায় তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব সাকিব।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারী আবুল বাশার, টেকনিক্যাল কো-অডিনেটর, সপ্না, তপ্ন ও জাহিদুল ইসলাম এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। রা/অ