শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৬:০১ am
এম এম মামুন :
রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. দুলাল হোসেন (৪৬) নামের এক কৃষকের ভাসমান লাশ পুকুরে থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার মদনহাটি গ্রামে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুরে দুলাল হোসেনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুকুরে দুলাল হোসেনের লাশের সঙ্গে একটি বাঁশও ভাসছে। লাশটি ওই বাঁশের সঙ্গে বাঁধা রয়েছে বলে ধারণা স্থানীয়দের।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমসহ লাশটি পানি থেকে তুলে সুরতহাল করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কৃষক দুলাল হোসেন। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা ময়না তদন্তের পর বের হয়ে আসবে। রা/অ