শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৬:০৬ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা শাখার ওলামা বিভাগের উদ্যোগে নাচোল মধ্য বাজার হাট চাতাল চত্বরে এ সিরাত মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে সিরাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ড. মিজানুর রহমান।
প্রধান আলোচক ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবুজার গিফারী ও বিশেষ আলোচক হাফেজ মাওলানা মো. আব্দুল আলীম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম ও পৌর নায়েবে আমীর ডাক্তার রফিকুল ইসলাম। রা/অ