শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৫:২০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব প্রতিরোধ ও অন্তর্বর্তি সরকারের গঠনমূলক কাজে সহযোগিতার লক্ষ্যে এক মানববন্ধন পালিত হয়েছে।
২১ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমোক্রেশী ওয়াচ এর আস্থা প্রকল্পের যুব ফোরামের প্লাটফর্ম সদস্যদের অংশগ্রহণে ‘তারুণ্য লড়বে, তারুণ্য রুখবে’-এ শ্লোগানকে উপজীব্য করে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গড়ার লক্ষ্যে ও সাম্প্রতিক চট্টগ্রামে আদিবাসীদের উপর সহিংসতা এবং গুজব প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার উপজেলা সমন্বয়কারী মোসা. আরিফা খাতুন, আস্থা যুবফোরামের আহ্বায়ক আল আমীন দিপু, সদস্য দিশা বর্মন, শিখা বর্মন, রফিকুল ইসলাম ও অন্যান্য সদস্যরা। রা/অ