শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৫:১২ am
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীর তানোর প্রেসক্লাব পরিচালনা কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে এসব প্রতিক বরাদ্দ দেয়া হয়। এরআগে ক্লাবের গঠনতন্ত্র অনুসরণ করে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রেসক্লাবের আহ্বায়ক ইমরান হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবের ফেসবুক ম্যাসেঞ্জারে নির্বাচনি এ তফসিল ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ইংরেজী ১৯৯৯ সালে তানোর প্রেসক্লাব স্থাপিত হয়। সেই থেকে এই প্রথম বারের মত জমকানো আয়োজনে আনুষ্ঠানিক ভাবে তানোর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ অক্টোবর/২০২৪ ইং তারিখ রোজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অত্র ক্লাব কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটে সভাপতি ও সেক্রেটারী পদে দুইজন করে প্রার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মাঝে আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রতিক বরাদ্দ দেয়া হয়।
দৈনিক কালবেলা ও সোনার দেশ পত্রিকার সাংবাদিক লুৎফর রহমান। তিনি সভাপতি পদে চেয়ার প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদের আরেক প্রার্থী দৈনিক আমাদের সময় ও সোনালী সংবাদ প্রতিকার সাংবাদিক সাইদ সাজু। তিনি কলম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর সেক্রেটারী পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দৈনিক কালেরকণ্ঠ ও সানশাইন পত্রিকার সাংবাদিক টিপু সুলতান। তার প্রতিক মোবাইল। আরেক প্রার্থী প্রতিদিনের সংবাদ ও বাংলার আলো পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন সোহেল। তার প্রতিক ক্যামেরা।
এরআগে ১৮ সেপ্টেম্বর যাছাই-বাছইয়ের দিনে সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। ওইদিন বিনা প্রতিদ্বন্দ্বীতাই অন্যান্য পদধারী প্রার্থীদের স্ব-স্ব পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে আশরাফুল ইসলাম রনজু। তিনি ‘আজকের তানোর’ নামক অনলাইন পত্রিকার সিনিয়র রির্পোটার। জয়েন্ট সেক্রেটারী পদে আসাদুজ্জামান মিঠু। তিনি দৈনিক যায়যায় দিন ও সানশাইন পত্রিকার সাংবাদিক। সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশিদ মামুন। তিনি নতুন সময় ও আমাদের রাজশাহী পত্রিকার সাংবাদিক। ক্যাশিয়ার পদে ইমরান হোসাইন। তিনি দৈনিক যুগান্তর ও উত্তরা প্রতিদিন পত্রিকার সাংবাদিক। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওবাইদুর রহমান সুজন। তিনি রাজশাহী সংবাদ পত্রিকার সাংবাদিক। দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম। তিনি দৈনিক গণধ্বনি পত্রিকার সাংবাদিক ও জেনারেল সদস্য পদে শরিফুল ইসলাম। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী ব্যুরো অফিসের বিজ্ঞাপন প্রতিনিধি।
প্রসঙ্গ, সভাপতি ও সেক্রেটারী পদের প্রার্থী কেউ পরাজিত হলে তারা জেনারেল সদস্য পদে অধিষ্ঠ হবেন। অনতি বিলম্বে আগামী ৫ অক্টোবর নির্বাচনে ক্লাবের আহবায়ক ইমরান হোসাইন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম রনজু ভোট গ্রহণকারী ব্যক্তিদের নাম পরিচয় ঘোষণা করবেন। রা/অ