শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৪:৪৯ am
মামুনুর রশিদ মামুন, তানোর :
রাজশাহীর তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ছে। তানোর উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে একদিন ব্যাপী ফুটবল খেলাঅনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় তানোর উপজেলার ৮টি দল অংশ গ্রহণ করেন।
টিমগুলো উপজেলার কলমা ইউনিয়ন,বাধাইড় ইউনিয়ন, পাঁচন্দর ইউনিয়ন,সরনজাই ইউনিয়ন,তালন্দ ইউনিয়ন,কামারগাঁ ইউনিয়ন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন ও মুন্ডুমালা পৌরসভা।
দিনভর খেলা শেষে বিজয়ী হন বাধাইড় ইউনিয়ন ফুটবল দল ও রানারআপ হন কলমা ইউনিয়ন ফুটবল দল।
খেলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার,উপজেলা বিএনপির আহবায়ক আখেরু জ্জামান হান্নান,গোদাগাড়ী উপজেলা বিএনপি সভাপতি সাওয়াল,তানোর পৌর বিএনপি আহবায়ক একরাম আলী মোল্লা,তানোর পৌর ছাত্র দলের আহবায়ক রঞ্জু সরকার ও তানোর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান মাষ্টার।
এছাড়াও তানোর পৌর বিএনপির যুবদলের যুগ্ম আহবায়ক শরিয়তুল্লাহ,তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর রহমান,তানোর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোফা সহ তানোর উপজেলা সাতটি ইউপি ও দুইটি পৌর সভার সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। রা/অ