শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৬:২২ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য আসলাম আলী দ্বিতীয় বিয়ে করায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন ছেলে। তার নাম আল আমিন হোসেন। তিনি তাহেরপুর বাজারের একজন মুদি ব্যবসায়ী।
জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য হাজরা পুকুর গ্রামের আসলাম আলী স্ত্রী ও তিনটি সন্তান থাকা সত্বেও কয়েক দিন আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে বাবার সঙ্গে বড় ছেলে মুদি ব্যবসায়ী আল আমিনের ঝগড়া হয়।
এ সময় বাবা আসালাম আলী কোটে এফিডেফিট করে ব্যবসায়ী ছেলে আল আমিনকে ত্যাজ্যপুত্র করার ঘোষণা দেন। এতে অভিমান করে রোববার সকালে আল আমিন নিজ ঘরে দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। রা/অ