বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:১৮ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীে বাগমারায় পিস্তলসহ এক মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগণ। ওই মাদক সেবীর নাম লিটন আলী। সে ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার ডিএম ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, মাদকসেবী লিটন আলী মঙ্গলবার রাত ৮ টার দিকে তেলিপুকুর গাঙ্গোপাড়া বাজারে এসে রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের পুকুর কেন দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে গোয়ালকান্দি ইউনিয়নের ১নং ওযার্ড বিএনপির সভাপতি ফজলুল হকের ওপর হামলা করে।
এক পর্যায়ে পিস্তল বের করে ওই বিএনপি নেতাকে গুলি করার জন্য উদ্যোত হলে বাজারের লোকজন তাকে পিস্তলসহ হাতেনাথে আটক করে গণপিটুনি দেয়। এরপর থানায় খবর দিয়ে তাকে পিস্তলসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
থানার ওসি তোহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটক লিটন আলীর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে মামলা দিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। রা/অ