বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০৭ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
নাচোল উপজেলা ও পৌর বিএনপি’র পার্টি অফিসের উদ্বোধন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নাচোল পৌর এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ পার্টি অফিসের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য ইসমাইল হোসেন, নাচোল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক দুরুল হোদা, নাচোল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম ।
উদ্বোধনী সভা শেষে ইসলামপুর মোড়ে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। রা/অ