বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০৩ am
এম এম মামুন :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ দাখিলের পর রাজশাহী নগর পুলিশের (আরএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) এক উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে। যে সমন্বয়কের নামে অভিযোগটি দেওয়া হয়েছে, তিনি কিছু জানেনই না। ভুয়া সমন্বয়কের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর ওই এসআইকে বদলির আদেশ দেন। ভুক্তভোগী ওই এসআই এর প্রতিকার চেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএমপির সিটিএসবির এসআই আব্দুল মোমেন প্রামাণিকের বিরুদ্ধে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি অভিযোগ পড়ে। অভিযোগকারী হিসেবে আব্দুল আল ফাহিম, সমন্বয়ক, (কোটাবিরোধী আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়) লেখা হয়। বাস্তবে এ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সমন্বয়ক নেই। তবে ফজলে রাব্বি মো. ফাহিম রেজা নামে একজন সমন্বয়ক আছেন। ধারণা করা হচ্ছে, অভিযোগকারী ফাহিম রেজার পরিচয়ই ব্যবহার করতে চেয়েছিলেন। তবে স্পষ্ট ধারণা না থাকায় নাম ভুল হয়েছে।
বিষয়টি জানতে পেরে ফাহিম রেজা গত শনিবার নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে ফাহিম রেজা বলেছেন, ‘আমার নাম ব্যবহার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মোমেন প্রামাণিক, বিপি-৭০৮৯০৭২৮৫৭-এর চরিত্র হনন করার জন্য কোনো অসাধু ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট তাঁকে এপিবিএনে বদলি করে। আমি মো. আব্দুল মোমেন প্রামাণিককে ব্যক্তিগতভাবে চিনি না। আমি তাঁর বদলির জন্য কোনো অভিযোগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করিনি। কে বা কারা আমার নাম ভাঙিয়ে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছে।’
ফাহিম রেজা বলেন, ‘যদি আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মো. আব্দুল মোমেন প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করতাম, তাহলে নিজের নাম ভুল লেখার কোনো কারণ থাকত না। সুতরাং যে কুচক্রী মহল তাঁর চরিত্র হনন করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাঁর ক্ষতি সাধন করেছেন, তাঁর বা তাঁদের আইনের আওতায় আনার জন্য জিডি করেছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করা ভুয়া অভিযোগে এসআই আব্দুল মোমেন প্রামাণিকের বিরুদ্ধে রাজশাহী মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের ভয় দেখিয়ে সুবিধা আদায়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মাসুম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পরিচয় ব্যবহার করে পদোন্নতি পাওয়াসহ নানা অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ দাখিলের পর গত ২০ আগস্ট আব্দুল মোমেন প্রামাণিককে পুলিশ সদর দপ্তরে এপিবিএনে বদলি করা হয়েছে। ভুয়া ওই অভিযোগের বিষয়ে জানতে পেরে এসআই আব্দুল মোমেন প্রামাণিক বদলি বাতিল চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
আব্দুল মোমেন বলেন, ‘আমি সারাজীবন সততার সঙ্গে চাকরি করেছি। কখনো অসৎ উপায়ে একটি পয়সাও উপার্জনের চেষ্টা করিনি। আর মাত্র সাড়ে তিন বছর চাকরি আছে। পুলিশি দায়িত্ব পালনের ফলে অসন্তুষ্ট হওয়া কোনো পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, এসআই আব্দুল মোমেন প্রামাণিক বদলি বাতিলের জন্য একটি আবেদন করেছেন। আরএমপির পক্ষ থেকে এই আবেদন অগ্রগামী করা হয়েছে। তিনি আরও বলেন, ভুয়া অভিযোগ দাখিলের বিষয়ে একটি জিডি হয়েছে। তাই কে ভুয়া অভিযোগ দিয়েছেন তার তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রা/অ