বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:১৫ am
মোস্তাফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে জাতীয়তাবাদী বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এর আয়োজন করে।এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুর আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, মির্জা শওকত, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু ও সদস্য সচিব জাকারিয়া মন্ডল।
এছাড়াও সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মাসুদ রানা প্রমূখ। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রা/অ