বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৫৫ am
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাই নবাবগঞ্জের নাচোলে খালার বাড়ীতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক কন্যা শিশু নিহত হয়েছে। শিশু লাবনীর জন্মের কিছু দিন পরেই মা অঞ্জলী রানীকে ছেড়ে চলে যায় তার পিতা।
অসহায় অঞ্জলী বৃদ্ধা মা ও শিশু কন্যার খরচ জোগাতে কাজের সন্ধানে ঢাকায় অবস্থান করছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার হাঁকরইল গ্রামে কন্যা শিশু লাবনী(৬) ও তার নানী আজ রবিবার নওগাঁ জেলার পোরশা আদিবাসী পাড়ায় ফিরে যাবার সময় খালার বাড়ি থেকে রওনা দেওয়ার সময় রাজবাড়ী থেকে নাচোলগামী একটি চার্জার ভ্যানের ধাক্কায় মারাত্মক ভাবে আহত হয়।
শিশুর স্বজনরা নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রা/অ