বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:০৬ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
নির্বাচন ইস্যুতে শনিবার রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক

নির্বাচন ইস্যুতে শনিবার রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক

ডেস্ক রির্পোট :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ শনিবার (৩১ আগস্ট) আবারও বৈঠক করবেন। এদিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পর্যায়ক্রমে এই বৈঠতক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আগামী কতোদিনের মধ্যে ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে’ একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারবে সরকার- সেই বিষয়ে আলোচনা করবে দলগুলো। এই আলোচনার পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে অন্তর্র্বতী সরকার। এরপর নির্বাচন আয়োজনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই বৈঠত হবে। বৈঠকে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি। এর আগে, ৮ আগস্ট ড. ইউনূসের সাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। তখনও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ ছিলো না।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন করবে বলে তাদের জানিয়েছে।

অন্তর্র্বতী সরকারের ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। তার সাথে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, এনডিএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। এরপর ২৯ আগস্ট বিএনপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শনিবার (৩১ আগস্ট) বৈঠকে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ (নূর), লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি, গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া), ১২ দলীয় জোট, বাংলাদেশ লেবার পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিতে পারে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলাপ-আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে- সরকার তাগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে আগামী দু’তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে অন্তর্র্বতীকালীন সরকার। এরপর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তারপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

কয়েকদিন আগে থেকেই দলীয় কর্মসূচিতে অন্তর্র্বতকোলীন সরকারকে সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.