বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১১:৩৯ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর শাখা জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ডে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ আগস্ট সন্ধ্যার পর নাচোল বাজার এনসিডিবি মার্কেট চত্বরে ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইমরান আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ইয়াহ্হিয়া খালেদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর নায়েবে আমির ডাক্তার রফিকুল ইসলাম, পৌর আমীর মনিরুল ইসলাম, সেক্রেটারি খলিলুর রহমান, সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন ও ওয়ার্ড সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।
বক্তারা সাধারণ সভায় সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে সার্বিক আলোচনা করেন। রা/অ