বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:২৪ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে সকল ধরনের সহিংসতা বর্জণ করে শান্তিপূর্ণ পরিবেশে ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখার আমীর আব্দুল আওয়াল।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে মোহনপুর থানা মোড়ে আয়োজিত সমাবেশে তিনি সকলের শান্তির উদ্দেশ্যে এ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সেক্রেটারি আব্দুল খালেক, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক রায়ঘাটি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা ছাড়াও কেশরহাট বাজার বনিক সমিতির সেক্রেটারি শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ শেষে তারা মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্দল ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সাথে স্বাক্ষাৎ করে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আলোচনা করেন। রা/অ