বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:৩২ am
নিজস্ব প্রতিবেদক :
সরকারি নিবন্ধিত ও রাজশাহী অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম -এর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহী নগরীর সাগরপাড়া কল্পনার মোড়ে অবস্থিত পদ্মাটাইমসের কার্যালয় থেকে লুটপাটকারিরা জানালার গ্রীল, দরজা ও চালের টিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। সোমবার বিকেল ৪টার দিকে এ হামলা হয়।
পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান বলেন, দুপুরে সংঘর্ষের সময় একবার হামলার চেষ্টা করা হয়। সে সময় অফিসের গেট ভাঙার চেষ্টা করে। তবে তারা ব্যার্থ হয়। এর পর বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফা হামলা চালায়। এ সময় তারা গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা যাওযার সময় আমার চেয়ার ও টেবিলে আগুন ধরিয়ে দেয়। এর পর এক দল লোকজন এসে লুটপাট শুরু করে।
লুটপাটকারিরা এসি, ৫টি কম্পিউটার, একটি পিন্টারসহ চেয়ার, টেবিল, সোফা, ফাইল ক্যাবিনেট, সংবাদ সংগ্রহের সামগ্রীসহ যা ছিল সব কিছু লুট করে নিয়ে যায়। এর পর রাতে অফিসের ভিতর ও জানালার থাই ছাড়াও জানালার গ্রিল ও ছাদের টিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। অর্থাৎ অফিসের দেওয়ালের ইট ছাড়া আর কিছু নেই। সব মিলিয়ে পদ্মাটাইমসের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়াও পদ্মাটাইমসের সাথে থাকা লবঙ্গ ফাস্টফুড ও চাইনিজ রেঁস্তোরাতেও ব্যাপক লুটপাট চালিয়েছে হামলাকারিরা। সেখান থেকেও তারা সব কিছু নিয়ে গেছে। দেওয়ালের ইট ছাড়া সেখানে কিছু নেই। লবঙ্গ ফাস্টফুড ও চাইনিজের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম ছাড়াও রাজশাহীতে বাংলার জনপদ, সিল্কসিটি নিউজ, দৈনিক সানশাইন, উত্তরা প্রতিদিন, দৈনিক সোনার দেশ ও রাজশাহী প্রেসক্লাবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এছাড়াও ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দীনের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। রা/অ