বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১১:০৬ am
ডেস্ক রির্পোট :
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।
এদিকে সোমবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তবর্তী জাতীয় সরকার গঠনের কথা জানিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপরই আজ সোমবার রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টেলিভিশন চ্যানেলের এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।
এর আগে সন্ধ্যার মধ্যে নিরপরাধ সবার মুক্তির দাবি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। রা/অ