বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:১৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উচ্ছ্বাসিত ছাত্র-জনতার মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ছাত্র-জনতা সকাল ১০টায় শেখ হাসিনার ও তার সরকারের পদত্যাগ ও পুলিশের গুলিতে নিহতদের বিচারের দাবিতে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী লীগ সভানেত্রী ও সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করার সংবাদ প্রকাশ হবার সাথে সাথে বিকেল সাড়ে ৩টায় উচ্ছসিত ছাত্র-জনতা বাসস্ট্যান্ড মোড়ে জড়ো হয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাশ প্রকাশ করে।
অপরদিকে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি ও তাদের অংগ সংগঠন ও ছাত্রদের বিভিন্ন গ্রুপের উদ্যোগে একটি আনন্দ মিছিল নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় বাসস্ট্যান্ড মোড়ে মিলিত হয়।
সভায় বক্তাগণ সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। রা/অ