বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০৯ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
বাগমারায় সন্ত্রাসি কায়দায় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ

বাগমারায় সন্ত্রাসি কায়দায় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ

এম এম মামুন :
মাসিক আইন-শৃংখলা মিটিংয়ে স্থানীয় সংসদ সদস্যর উপস্থিতে অবৈধ পুকুর খনন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও, কোন ভাবেই বন্ধ হচ্ছে অবৈধ পুকুর খনন। এমন সিদ্ধান্তের তিন দিনের মাথায় রাজশাহীর বাগমারায় আবারো জোর পূর্বক কৃষকের তিন ফসলি জমি দখল করে রাতের অন্ধকারে পুকুর খননের অভিযোগ ও পুকুর খনন বন্ধের জন্য উপজেলা নির্বহিী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর মৌজার গুঞ্জাবাড়ির গলাদড়িয়া বিলে অবৈধ পুকুর খননকারীরা জমির মলিকদের জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক পুকুর খননের অভিযোগ করেছেন পৌরসভার ২নং ওয়ার্ডের কৃষক আব্দুল আজিজ সরদার সহএলাকার অর্ধশতাধিক কৃষক।

এদিকে অবৈধ ফসলি জমিতে কোন রকম পুকুর খনন করা যাবে না বলে গত সোমবার উপজেলা আইন-শৃংখলা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। ওই মিটিংয়ে বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ পুকুর খনন বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জোর পুর্বক পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন থেকে নিশেষধাজ্ঞা করে মাইকিং করার ব্যবস্থাও নিয়েছেন। কিন্ত তার পরও সন্ত্রাসী কায়দায় ভয়ভীতি দেখিয়ে পুকুর খননের বিষয় নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভার পুকুর ব্যবসায়ীর নামে সিন্ডিকেট সদস্য বিশুপাড়া মহল্লার রমজান আলীর ছেলে মিনহাজ, হাবুল সরদারের ছেলে বাবু, বাছিয়াপাড়া মহল্লার শফি সরদারের ছেলে হেকমত সরদার ও আক্কাস সরদারের ছেলে রাজু সরদার। তারা উপজেলায় বিভিন্ন আবাদী কৃষি জমি সংরক্ষণের কোন নিয়ম নীতি মানছেন না। পুকুর খননকারী সিন্ডিকেট সদস্যদের অবৈধ পুকুর খননের বিগত ৪/৫ বৎসর ধরে আবাদী কৃষি জমি ব্যাপক পরিমান ধ্বংস করছে। সরকারী ভাবে উপজেলায় পুকুর খননের ব্যাপারে ভ্রাম্যমান আদালতসহ কড়াকড়ি ব্যবস্থা নিলেও এক শ্রেণী কৌশলী প্রভাবশালীরা অভিনব কায়দায় পুকুর খননের ব্যবস্থা নিয়েছে।

দিনে খননের বদলে প্রশাসনের হাত এড়াতে রাতে ড্রেজার মেশিন দিয়ে দেদারছে পুকুর খনন করছে। এই ধারা বাহিকতায় গুঞ্জাবাড়ি বিলে মহল্লার সংলগ্ন দু’ ফসলি জমিতে প্রভাবশালীরা জোর পূর্বক মাটি কেটে ঘিরে নিয়েছে। মহল্লার আবুল কালাম আজাদ জানান, আমার ইচ্ছার বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় প্রভাব খাটিয়ে ভেকু দিয়ে জমির মাটি খনন করা হয়েছে।

প্রথম অবস্থায় তারা পুকুরের পাড় বেধেঁ নিয়ে পরে রাতে অন্ধকারে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন চালাবে বলে হুমকি দিচ্ছে বলে তিনি সহ জমির অন্র মালিকরা দাবি করেন। বিলের মধ্যে পুকুর খনন করলে তাদের চাষের জমি শুন্য হয়ে পড়বে বলে তারা জানান। তারা আরোও জানান, তাদের ওই বিলে একমাত্র জমি চাষ করতে না পারলে ছেলে-মেয়ে ও পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করতে হবে।

স্থানীয় পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিশনার শামসুল আলম ও সংরক্ষিত আসনের মহিলা কমিশনার ওই কৃষি জমিতে পুকুর খনন বন্ধের জন্য জোর সুপারিশ করেছেন। কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের হাইকোর্ট বিভাগের রীট পিটিশনের আদেশ রয়েছে। উক্ত আদেশে আবাদি কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ রয়েছে। স্থানীয় প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত করলেও থামছেনা অবৈধ পুকুর খনন। এতে ওই এলাকা ফসলি জমি হুমকির মুখে পড়বে বলে জানান তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, অবিযোগ পেয়েছি। কোন ভাবে ফসলি জমিতে পুকুর খনন কার যাবে না। ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.