রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৪ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ভূমি অফিসের কম্পিউটার অপারেটরের হাতে ‘আলাউদ্দিনের চেরাগ’

ভূমি অফিসের কম্পিউটার অপারেটরের হাতে ‘আলাউদ্দিনের চেরাগ’

শাস্তিমূলক অপসারণ দাবী :-

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর সদর উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর আরিফুর রহমান স্থানীয় প্রভাব খাটিয়ে বসেন পেশকারের চেয়ারে। এসুযোগে তিনি মিসকেস ফাইল দেখভাল করেন। ফলে ঘুষ-বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। তার এমন ঘুষ বাণিজ্যে ও উর্দ্ধত্ব্যপূর্ণ আচরণে অসন্তোষ ও ক্ষুব্ধ খোঁদ সংশ্লিষ্ট ভূমি অফিসের সংশ্লিষ্টরা।

এমন দূর্নীতিবাজ কর্মচারী দ্বারা হয়রানি ও বিড়ম্বনার শিকার ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা অবিলম্বে তার শাস্তিমূলক অপসারণের দাবি জানিয়েছেন উপজেলার হাজারও মানুষ।

তথ্যানুসন্ধানে জানা গেছে, বছর দুয়েক আগে কম্পিউটার অপারেটর পদে তানোর উপজেলা সদর ভূমি অফিসে যোগদান করেন ‘আরিফুর রহমান’। তার বাড়ি তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামে। তিনি কম্পিউটার অপারেটর হলেও দেখেন মিসকেস ফাইল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি অফিসের কানুনগো বা আইন বিষয়ক কর্মকর্তা, সার্ভেয়ার কিংবা পেশকার পদধারী কর্মকর্তা মিসকেস ফাইল দেখভাল করে আইনগত মতামত পরামর্শ এসিল্যান্ড বরাবর দাখিল করে থাকেন। কিন্তু তানোর উপজেলা সদর ভূমি অফিসের এমন গুরুত্বপূর্ণ ফাইল কম্পিউটার অপারেটর পদধারী আরিফুর রহমানের হাতে পড়ে তিনি পেয়ে গেছেন আলাউদ্দিনের চেরাগ। এতেই তার ভাগ্য খুলে গেছে। ফলে ঘুষ-বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।

এভাবে তিনি এই অফিসে যোগদান করে সেবাপ্রার্থীর কাছে দাপটের সঙ্গে আদায় করছেন উৎকোচের টাকা। কেউ তাঁর দাবিকৃত উৎকোচের টাকা দিতে না চাইলে কাজ তো দূরের কথা অপমান অপদস্থ করে তাড়িয়ে দিচ্ছেন। তবে, তাঁর এমন আচরণের প্রতিবাদ করলে দম্ভোক্তি করে বলছেন আমার বাড়ি তানোর সদরেই, কেউ তার বিরুদ্ধে মুখ খুললে তাকে ভূমি অফিসে ঢুকতে দেয়া হবে না। তার এক নিকট আত্নীয় মন্ত্রণালয়ের সচিব। এসিল্যান্ড তো দূরের কথা ডিসি পর্যন্ত তাকে কিছু বলতে সাহস পাই না।

এমনই অভিযোগ করেন- তানোর পৌর এলাকার সিন্দুকাই মহল্লার বাসিন্দা সেলিম রেজা। তিনি জানান, নূরজাহান বিবি তানোর মৌজায় আরএস ৫৩৭ নম্বর খতিয়ানের ২৭৯ নম্বর দাগে ১০ কাঠা জমি ক্রয় করেন। ওই জমি খাজনা-খারিজের জন্য ভূমি অফিসে গিয়ে দেখেন হাফ শতক বা .০০৫০ একর জমি হোল্ডিংয়ে নেই। তৎক্ষণাৎ তিনি তহসিলদারের পরামর্শে প্রতিনিধি হিসেবে গত ২০২০ সালের ১৩ ডিসেম্বর মিস কেসের মাধ্যমে তা বাতিলের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তানোর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লুৎফর রহমান গত বছরের ২৭ জানুয়ারী সরজমিন তদন্তপূর্বক অংশিক বাতিলের প্রস্তাব এসিল্যান্ড বরাবর দাখিল করেন। কিন্তু ওই প্রস্তাব দাখিলের পর এসিল্যান্ডকে ভূল ভাল বুঝিয়ে ওই ফইলটি নথিজাত করেন আরফিুর রহমান।

অপরদিকে, অনেক ফাইল বছরের পর বছর ধরে এসিল্যান্ড বরাবর উপস্থাপন করা হয়নি। এঅবস্থায় সম্প্রতি গেল বৃহস্পতিবার দুপুরে বন্দি ফাইলের খোঁজ নেয়া হয়। এসময় ফাইল বের করার জন্য ৫০০ টাকা দাবি করেন। টাকা দেয়া হলে তিনি জানান, এইমাত্র ফাইল ওকে করা হল, এখন স্যার ডেট দেবেন আগামী সপ্তায় আসেন বলে তাকে জানানো হয়।

আরেক ভুক্তভোগী তানোর পৌর এলাকার বড়শো মহল্লার বাসিন্দা আলিমুদ্দিন অভিযোগ করে বলেন, রায়তান বড়শো মৌজায় ১২০৬ নম্বর দাগে তাঁর মাতার দেয়া .০৫০০ একর বা ৫ শতক বাড়ী বিজ্ঞ আদালতের রায় পাবার পর খারিজ-খাজনার জন্য তহসিল অফিসে গিয়ে দেখি হোল্ডিংয়ে জমি নেই। তখন তিনি ওই খারিজ বাতিলের জন্য ২০২১ সালের ১৮ অক্টোবর মিস কেস করেন। যার নম্বর ২৫/২০২১।

এহেন পরিপ্রেক্ষিতে তানোর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওই বছরের ২৫ নভেম্বর সরজমিন তদন্তপূর্বক ৩৩৭/৯৮-৯৯ নম্বর খারিজ কেস বাতিলের প্রস্তাব এসিল্যান্ড বরাবর দাখিল করেন। পরে আলিমুদ্দিনের নিকট ১০ হাজার টাকা দাবী করেন আরিফুর রহমান। বিষয়টি এসিল্যান্ডের নিকট বলা হলে তৎক্ষণাৎ আরিফুরকে শর্তক করে দেন। পরে ওই ফাইলটি উপস্থাপন করা হলে সঠিকতা যাচাই করে টাকা ছাড়াই এসিল্যান্ড খারিজ বাতিল করে তার পক্ষে রায় দেন।

অবিলম্বে এমন বেপরোয়া ঘুষখোর কম্পিউটার অপারেটর আরিফুর রহমান নামের কর্মচারীকে শাস্তিমূলক অপসারণের জন্য উর্ধ্বতন কর্মকর্তার প্রতি জুরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনিসহ আরও হাজারও মানুষ।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি)’র অতিরিক্ত দায়িত্বরত তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।

এবিষয়ে তানোর সদর উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর আরিফুর রহমান বলেন, আপনারা সাংবাদিক কি আর লিখবেন। ছোট খাটো নয়, বড় পত্রিকায় লিখেন তো আমাকে বদলি করতে পারেন কি না?

তিনি আরও বলেন, এসিল্যান্ড তো দূরের কথা ডিসি পর্যন্ত আমাকে কিছু বলতে সাহস পাই না। তিনি জানেন আমার নিকট আত্নীয় ভূমি মন্ত্রণালয়ের সচিব বলে দম্ভোক্তি করেন তিনি।

এবিষয়ে রাজশাহী অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, খারিজ বা নামজারি ও মিস কেসের নামে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায় করা সম্পূর্ণ বে-আইনি। এটা ঘুষ-বাণিজ্যের অপরাধ। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান এই কর্মকর্তা। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.