রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৪ am
আশরাফুল ইসলাম রনজু :
আবহাওয়া অনুকূলে থাকলেও এবার উৎপাদন খরচ একটু বেশি হয়েছে। কারণ সার ও বীজের দাম ছিল বেশি। এরপরও আলুর ফলন ও দামে কৃষকের মুখে হাসির ঝিলিক। ক্ষেতে ও বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা আলু চাষ করে লাভের মুখ দেখছেন। জমি থেকেই ২৯ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছে খুলনা ও ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্জন হয়েছে ১৩ হাজার ১১২ হেক্টর। তবে, আগাম আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ না হলেও এবারে ৪৫ হেক্টর চাষাবাদ হয়। ইতোমধ্যে ৮ হাজার হেক্টর জমির আলু তুলেছে কৃষক। এবার প্রতি বিঘায় ৭০ কেজির বস্তায় আলু উৎপাদন হচ্ছে ৬০ বস্তা করে। সেই হিসেব মতে প্রতি বিঘার আলু বিক্রি করে ১ লক্ষ ২১ হাজার টাকা পাচ্ছে চাষিরা।
এবিষয়ে তানোর পৌর এলাকার জিওল গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, আলুর ফলন ও দাম বেশ ভালো। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কীটনাশক স্প্রে কম করতে হয়েছে। তবে, সার ও বীজের দাম ছিল বেশি। তিনি ২০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। এতে প্রতিবিঘায় উৎপাদন খরচ হয়েছে ৬০ হাজার টাকা। আলু বিক্রি করার জন্য হাটে নিয়ে যেতে হচ্ছে না। পাইকাররা জমি থেকে আলু ২৯ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে। তার ২০ বিঘা জমিতে উৎপাদন খরচ বাদ দিয়েও দ্বিগুন টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।
কৃষক মিজানুর রহমান বলেন, ‘আমি এক বিঘা জমিতে আলু লাগিয়েছি, ইতোমধ্যে আলু খেত থেকে তুলতে শুরু করেছি। গত বছর আলুর দামটা কম ছিল। উৎপাদন খরচটা বেশি ছিল। এবার আলুর বাজার ভালো, আবার ফলনও ভালো হয়েছে। তাই এবার দ্বিগুন লাভ হচ্ছে।’ কৃষক মোসলেম একই কথা জানিয়ে ভালো ফলন ও লাভের কথা বলছেন।
কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা বলেন, কৃষকরা ফসলের মাঠ থেকে আলু উত্তোলন শুরু করেছেন। আলু চাষিদের কৃষি অফিস থেকে সবধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়। এবার আলুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কীটনাশকও স্প্রে কম করতে হয়। তাই খরচের তুলনায় দ্বিগুন টাকা লাভ হয়েছে কৃষকের বলে জানান তিনি।
এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, আগে ধান কেটে জমি ফেলে রাখত কৃষকরা। এখন ৩টি ফসল উৎপাদন করছে কৃষকরা। এবার প্রতি বিঘায় ৭০ কেজির বস্তায় আলু উৎপাদন হচ্ছে ৬০ বস্তা করে। বাজারে আলুর দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছে। রা/অ