শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৯ pm
ডেস্ক রির্পোট :
বগুড়ার আদমদীঘিতে গভীর নলকূপ ঘর থেকে এক রাতে ১০টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের তিনটি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল সেখানে রেখে যাওয়া চিরকুটে ফোন নম্বর দিয়ে ১৪ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে।
বৃহস্পতিবার বিকালে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামের গভীর নলকূপের মালিক শাহজাহান আলী, রফিকুল ইসলাম রফিক ও অন্যরা জানান, বুধবার রাতে বন্তইর, হাউসপুর ও বরিয়াবার্তা গ্রামে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। চোরের দল মিটার চুরির পর সেখানে চিরকুট রেখে গেছে। এতে নিজেদের ‘মিটার চোর’ আখ্যায়িত ও মোবাইল ফোন নম্বর দিয়ে প্রতিটি মিটারের বিনিময়ে ১৪ হাজার টাকা করে চাঁদা চাওয়া হয়েছে। ওই ফোন নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বন্তইর গ্রামের একটি জমিতে খড়ের স্তূপের মধ্যে বেলাল হোসেন নামে এক গভীর নলকূপ মালিকের মিটার পাওয়া গেছে। অন্য মালিকরা এ ব্যাপারে প্রতিকার পেতে আদমদীঘি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে শুনেছেন, কয়েকটি গ্রামে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর শনাক্ত ও তাদের আইনের আওতায় আনা হবে। রা/অ