শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৮ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
বগুড়ায় বাংলাদেশ যুবছায়া সংসদের সফল বিভাগীয় অধিবেশন

বগুড়ায় বাংলাদেশ যুবছায়া সংসদের সফল বিভাগীয় অধিবেশন

নিজস্ব প্রতিবেদক :
আজ ১৪ অক্টোবর ২০২৩ শনিবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক মিলনায়তনে রাজশাহী বিভাগীয় যুব ছায়া সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর যুব প্ল্যাটফর্ম বাংলাদেশ যুব ছায়া সংসদ ও কলেজের বিতর্ক চর্চার সংগঠন পুণ্ড্র ডিবেটিং ক্লাব অধিবেশনটি আয়োজন করে।” বরেন্দ্র অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত এই অধিবেশনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ৩৯টি সংসদীয় আসন এবং ৯টি সংরক্ষিত মহিলা আসনে যুব ছায়া সংসদ সদস্যরা প্রতিনিধিত্ব করেন।

অধিবেশন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুণ্ড্র ডিবেটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সবুর উদ্দিন, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুণ্ড্র ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী সিজুল ইসলাম।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি জমিও যেন আমরা ফেলে না রাখি। আমাদের শিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিচ্ছে সেকারণে কৃষিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এজন্য সরকার কৃষি যন্ত্রপাতিতে প্রণোদনা বৃদ্ধি করেছে। যার কারণে এখন কৃষক খুব সহজে প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই ফসল ঘরে তুলতে পারেন। খাদ্য অপচয় রোধ, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যুব ক্ষমতায়নে অগ্রাধিকার দেয়া সময়ের দাবী।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, খাদ্য নিরাপত্তায় আমরা নিজেদের সক্ষমতা অর্জনে অনেকটা এগিয়ে গিয়েছি জন্য অনেক দেশ আমাদের প্রতি ঈর্ষাণিত হচ্ছেন। পৃথিবীর কোন দেশে ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়, এজন্য তাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের সমস্যা বাড়ছে সত্যিই কিন্তু সেগুলোর সমাধানেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আপনারা যুবকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে দেশটাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবদান রাখবেন বলে এটি আমি বিশ্বাস করি।

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার বলেন, আমি সরকারকে বলবো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। মানুষের নাভিশ^াস উঠে যাচ্ছে। সিন্ডিকেট ভাঙতে হবে নইলে বাণিজ্যমন্ত্রী দায়িত্বে আছেন কেন? নিম্ন আয়ের মানুষ ঠিকমত খেতে পারছেনা, অনেকে মাংস চোখেই দেখছে না, ইলিশ মাছ কিনতে পারেনা। এক মণ ধান বিক্রি করে এক কেজি খাসির মাংস কিনতে হয়। সরকার চাইলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। সেইসাথে যুবকদের আহবান করছি আসুন সবাই মিলে সরকারকে সহযোগিতা করি যাতে দেশটাকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা যায়।

এর আগে যুব সংসদ ছায়া সদস্যরা তাদের বক্তব্যে রাজশাহী বিভাগের জন্য কিছু সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো :-
১) চরাঞ্চলের কৃষকের কল্যাণে কৃষি বিশেষায়িত প্রতিষ্ঠান যেমন কৃষি ব্যাংকের শাখা স্থাপন করা প্রয়োজন।
২) দুর্যোগকালীন সময়ে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের মজুদ রাখতে হবে।
৩) অপরিকল্পিত, অনুমোদনহীন ও অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করতে হবে।
৪) সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে দ্রব্যমূল্য বিক্রয় রোধে যুব সমাজকে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে।
৫) ক্ষতিকর কীটনাশক প্রয়োগ বন্ধে যুব সমাজকে সাথে নিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করা।
৬) শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া পরিশোধনে বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা ও এসংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে যুব অংশগ্রহণ নিশ্চিত করা।
৭) কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষক বাজার স্থাপন।
৮) কৃষকের মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন কাউন্সিলর নিয়োগ দেয়া।
) কৃষি জমি সংরক্ষণ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা ও যুবদের সাথে নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
১০) পরিবেশ সংরক্ষণের স্বার্থে অনুমোদনহীন শিল্পকারখানার বিরুদ্ধে শাস্তি আরও কঠোর করা। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.