রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৮ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা। বাজেট পেশ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম।
এতে রাজস্ব আয় ২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব বাজেটে ব্যয় ১ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৮০০ টাকা ও রাজস্ব উদ্বৃত ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা।
উন্নয়ন খাতে আয় ২ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় ১ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকা ও সমাপ্তির জের ৫৬ লাখ ২৭ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস, মোহনপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা রহমান, রিক্তা প্রমূখ।
বার্ষিক বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপজেলা “নারী উন্নয়ন ফোরামের কর্মসূচির সাড়ে চার লাখ টাকা গায়েবের অভিযোগ করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও রায়ঘাটী ইউপির নারী সদস্য মরিয়ম বেগমসহ অনেকে।
জানতে চাইলে নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মোহনপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা বলেন এবিষয়ে আমি কিছু জানিনা। তিনি আরো বলেন বিষয়টি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলা। অথারিটি অনুযায়ী আগের ইউএনও এ বিষয়ে জানেন। তা/অ