রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২০ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর কেশরহাট পৌরসভাসহ মোহনপুর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ (এনডিসি)। আজ ৩১ মে বুধবার দুপুরে কেশরহাট পৌরসভা পরিদর্শনবুকে স্বাাক্ষরকালে তিনি মেয়র শহিদুজ্জামানের নিকট বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সমস্যার খোঁজ খবর নেন। এছাড়াও নাগরিক সেবার উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কাজ এগিয়ে নেয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহম্মেদ, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহ্রা, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্, কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র-১ নজরুল ইসলাম, প্যানেল মেযর-২ আবদুস সাত্তার মণ্ডল, কাউন্সিলর কফিল উদ্দিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সেলিনা বানু, নাসিমা বেগম, ঝরনা বেগম ও পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটুসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মোহনপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মোহনপুর উপজেলা ভূমি অফিস, জাহানাবাদ ইউনিয়ন পরিষদ ও ধোরসা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। রা/অ