শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৭ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অলেমা-চান্দ ফাউন্ডেশনের উদ্যোগে আল-নুর শিশু সদনে শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। রোববার ১৪ মে সকাল সাড়ে ৮টায় উপজেলার মাক্তাপুর গ্রামের বাসিন্দা ঢাকাস্থ সিআইডিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান তিনি তার পিতা-মাতার স্মরণে অলেমা-চান্দ ফাউন্ডেশনের আয়োজনে এলাকার আল-নুর শিশু সদনের ৬৬ জন শিক্ষার্থীদের মাঝে এসব বস্ত্র বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, আল-নুর শিশু সদনের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু স্যার, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিশু সদনের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও শিশু সদনের সদস্য একরামুল হক, শিশু সদনের সহকারী প্রধান শিক্ষক ও নাচোল বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, নাচোল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকারুল পাশা, অলেমা চান্দ ফাউন্ডেশনের অন্যতম সদস্য গোলাম মোস্তফা বিসু নাচোল উপজেলা প্রেসক্লাব ও নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
তিনি এর আগে করোনা কালীন সময়ে নাচোল সরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এবং গ্রামের বাড়ি এসে এলাকার অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে শীতবস্ত্রসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে থাকেন। রা/অ