রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩২ am
শরিফুল ইসলাম, মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা উপক্ষো করে জমি থেকে মূল্যবান বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেছে একদল সন্ত্রাসি বাহিনী। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গাছ কর্তনের ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এলাকাবাসি ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মোহনপুর গ্রামের নুরুজ্জামান একই গ্রামের নুরুল ইসলাম নহিরের নিকট হতে গত বছরের ১০ জানুয়ারী মোহনপুর মৌজার আরএস ১৩৮ নম্বর খতিয়ানের ৫৮৮ নম্বর দাগে ৯ শতক জমি ২০ হাজার টাকায় বন্ধক রাখেন। পরবর্তীতে একই জমি নহির বিক্রয় করার প্রতিশ্রুতি দিয়ে নুরুজ্জামানের নিকট হতে বিভিন্ন সময়ে ৬ লক্ষ ৫৯ হাজার ৭০০ টাকা গ্রহন করেন। কিন্তু জমির কাগজপত্রে সমস্যা থাকায় জমিটি রেজিষ্ট্রি করতে বিলম্বিত হলেও দীর্ঘদিন উক্ত জমি নুরুজ্জামানের দখলে রযেছে। এসুবাদে সেখানে তিনি বিভিন্ন প্রজাতির মূল্যবান ফলজ গাছ রোপন করেন। এরই মধ্যে হটাৎ নহিরের ভাড়া করা সন্ত্রাসি বাহিনীর লোকজন দ্বারা ওই জমি দখল করার চেষ্টা করা হয়। পরে নুরুজ্জামান নিরুপায় হয়ে সম্প্রতি ৪ নভেম্বর রাজশাহী জেলার অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ চেয়ে একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ওসি মোহনপুর থানায় একটি অনুলিপি প্রদান করেন। এরই মাঝে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ (৩ ডিসেম্বর) শনিবার সকাল ১১টার দিকে নহির তার লোকজন নিয়ে নুরুজ্জামানের ভোগ-দখলীয় জমির রোপনকৃত বেশ কয়েকটি গাছ কেটে সাবার করেন। পরে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি লক্ষ্য করে নহির ও তার লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে পালিয়ে যায়।
এবিষয়ে নহির উদ্দিন বলেন, ওই জমির মালিক তিনি। এজন্য তার প্রয়োজনে গাছগুলো কর্তন করেন বলে দম্ভোক্তি প্রকাশ করেছেন নহির উদ্দিন।
এব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ঘটনাটি নিয়ে থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি। রা/অ