রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৯ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপিসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শেখ হাবিবা।
অভিযোগপত্রে আয়েন উদ্দিন এমপির সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সহসভাপতি ও এমপি আয়েনের চাচাতো ভাই একরামুল হক বিজয়, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ডলি আক্তার, ঘাসিগ্রাম ইউপি মহিলা লীগের সভানেত্রী ডলি বেগম, এমপির গাড়িচালক সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির ও জুয়েল রানাকে আসামি করা হয়েছে।
অভিযোগকারী হাবিবা মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। গত ২৭ নভেম্বর রাতে হাবিবা মোহনপুর থানায় এজাহারটি দিয়েছেন।
অভিযোগপত্র বলা হয়েছে, গত ২৩ নভেম্বর দুপুরে অভিযোগকারী উপজেলা চত্বরে গেলে আসামিরা তাকে ঘিরে ধরেন। তাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করা হয়।
এমপি আয়েন উদ্দিন ওই সময় উপজেলা পরিষদের একটি সভায় উপস্থিত ছিলেন। দুই নম্বর আসামি উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামও ছিলেন সেখানে। তারা সভা কক্ষ থেকে বের হয়ে এসে হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা শেখ হাবিবার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। লোকজন ছুটে এসে শেখ হাবিবাকে আসামিদের হাত থেকে উদ্ধার করেন। ঘটনার পর হাবিবাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে অভিযোগকারী শেখ হাবিবা বলেন, আমি এমপি আয়েনের দুর্নীতির গোমর ফাঁস করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে আছেন। এর জের ধরেই আমাকে ঘটনার দিন হত্যার চেষ্টা করা হয়।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মোহনপুর থানার ওসি সেলিম বাদশা বলেন, ১৫ জনকে আসামি করে শেখ হাবিবা একটি অভিযোগ দিয়েছেন থানায়। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে এমপি আয়েন উদ্দিন বলেন, ওই নারী কিছু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে আমি ও আমার পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। রা/অ