শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৫ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বিএডিসি অনুমোদিত সার ডিলার মেসার্স সরদার ট্রেডার্সের বিরুদ্ধে সার-কারসাজির অভিযোগ উঠেছে। রোববার (১৩ নভেম্বর) সকালে কৃষকরা সার না পেয়ে ডিলার পয়েন্টের সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার কৃষকদের মাঝে সার বিতরণ করে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনা সূত্রে জানা গেছে, সার ডিলার মেসার্স সরদার ট্রেডার্সের মালিক বজলুল করিম নিজের প্রয়োজনীয় সার পেতে ডিলারশীপ নিয়েছে। এজন্য তিনি সাধারণ কৃষকদের সার না দিয়ে বিভিন্ন নামে মেমো কেটে নিজের প্রয়োজন মেটান। এধরণের অভিযোগ করেন কৃষকরা। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা মিলে। অবশেষে কৃষকদের ক্ষোভের মূখে অবরুদ্ধ হয়ে পড়েন ওই ডিলার।
কৃষকদের দাবির মূখে ডিলারের মেমো চেক করেন উপস্থিত অফিসার। এসময় মেমোতে থাকা নাম্বারে ফোন করে জানতে পারেন যে তিনি সার পাননি। এধরণের প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটে প্রতিটি মেমোতেই। ঘটনাচক্রে ঘটনাস্থলে পৌঁছান মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ ও ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান। খবর পেয়ে কৃষি কর্মকর্তা রহিমা খাতুন সার সংকটের কারণ যাচায়ে ডিলারের গোডানে ঢূকে ৪১ বস্তা এমওপি মজুদ দেখতে পান। এছাড়াও ডিএপিসহ অন্যান্য সার পর্যাপ্ত মজুদ থাকলেও তা বিতরণ করা হয়নি।
এসময় কৃষকদের পরিমাণের সাথে সমন্বয় করে মজুদকৃত সার বিতরণ করা হয়। পরে কৃষকরা সার নিয়ে বাড়ি ফিরলেও সার-কারসাজিকারী ডিলারের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন না করার কারণে ক্ষুব্ধ হন কৃষক এবং সাধারণ মানুষ।
কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। তবে, যা পাওয়া যাচ্ছে তা সকলের মাঝে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল কৃষকের মাঝে সার বিতরণ করা হবে। আর ডিলাররা যদি কৃষকদের সার না দিয়ে কারসাজি করে তবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বলে জানান এই কর্মকর্তা। রা/অ