শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:০২ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপি এক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ নভেম্বর (রোববার ও সোমবার) রাতে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেশরহাট ব্যবসায়িক সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলের প্রথম দিনে মাওলানা এবিএম মনসুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজের বয়ান পেশ করবেন রংপুরস্থ বাংলাদেশ মজলিশুল মুফাসসিরিন অধ্যাপক মাওলানা নুরুল আমিন। উক্ত মাফফিলের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন মাওলানা এফএম ইসমাইল আলম। এতে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে ওয়াজের বয়ান পেশ করবেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন জাফরী।
মাহফিল ঘিরে ইতোমধ্যে লক্ষাধিক মুসল্লিম নর-নারী বসার সুব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেন আয়োজক কমিটি।
এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ্ বলেন, মুছল্লিদের নিরাপত্তার লক্ষ্যে আয়োজকদের পাশাপাশি থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় সাদা পোশাকে কাজ করবে। রা/অ