রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৮ am
শাহিনুর রহমান, মোহনপুর :
রাজশাহী মোহনপুর উপজেলায় কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য এন,এ,টি,পি-২ প্রকল্প পরিদর্শন করা হয়েছে। শুক্রবার ২৮ অক্টোবর সকাল ১০ টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নে নন্দনহাট গ্রামের কৃষির পান বরজ, সবজি ক্ষেত, ধান, আমবাগান, বায়ূ গ্র্যাস প্ল্যান, প্রাণী সম্পদের ছাগল পালন, গরু পালন, চিকিৎসা মৎস্য অধিদপ্তরের অধিনে মাছ চাষ বিষয়ে প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।
পরে পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, গোয়েত্রী, এমাদত্ত, ভ্যানেন্স, মনসুর, জেন, সামিনা, জোনায়েদ, ড: শাখাওয়াত হোসেন শরিফ পরিচালক জি,আই,ইউ,-ডি,এই, ড: গোইর্ডর গোবিন্দ্র দাস সহকারি পরিচালক পি,আই,ইউ,ডি এই,মুহাই মিনুর রশীদ DD(OME),PIU-DAE, এস,এম মনিরুজ্জামান পরিচালক পি,আই,ইউ,ডি এই, ড: রাজু আহম্মেদ।
আরও উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক, ড: এ,এন,এম, গোলাম মহি উদ্দিন, ড: আব্দুল কাদের, রাজশাহী বিভাগ ও জেলার উর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা কৃষি রহিমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা: শায়লা শারমিন,উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মৌমিতা কালোয়ার মমি, প্রানীসম্পদ সম্প্রসাররন কর্মকর্তা মো. কুতুবে রাব্বানি ।
এছাড়াও ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস। পরিশেষে প্রানীসম্পদ কর্তৃক সিআইজি সদ্স্যদের মধ্যে গরু ও ছাগল বিতরণ করা হয়। আজকের তানোর