রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:১২ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে পল্লীসমাজের নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার কেশরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড গোপইল গ্রামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসময় ১নং গোপইল পল্লীসমাজের সভাপ্রধান ঝরনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোহনপুর ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার (সেলপ) রোজিনা আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক মুন্তাজ আলী, সমাজসেবক আঃ সামাদসহ পল্লীসমাজের সদস্য বৃন্দরা।
উক্ত মিলন মেলায় রচনা প্রতিযোগিতা, চেয়ার খেলা, বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, সম্পদ রক্ষা, কুইজ প্রতিযোগিতা, সুখী পরিবার, বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শনী ও পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আজকের তানোর