রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫২ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামের বেশ কয়েক প্রভাবশালীদের বিরুদ্ধে বাঁশের বেড়া ও তালা দিয়ে চলমান রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এতে করে সইপাড়া ও গাঙ্গোপাড়া গ্রামের শতাধিক কৃষক চরম ভোগান্তিতে পড়েছেন।
সরজমিনে গিয়ে দেখা গেছে , উপজেলার সাইপাড়া গ্রামের মৃত এরশাদ আলী শাহ্র ছেলে জাহাঙ্গীর শাহ্, রুপুল, রহমান সরকার ছেলে সাইদুর রহমান ও মফিজ সরকার ছেলে হাবিবুর রহমান গাঙ্গোপাড়া দেশ কোল্ড স্টোরেজ নামক স্থানে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পূর্বপার্শ্বে সরকারি রাস্তা ও পানি নিষ্কাষনের জায়গা মাটি দিয়ে ভরাট করে নিজের স্বার্থে পুকুর খনন ও মাটি বিত্রিু ব্যবসা শুরু করেছিল তারা।
তাদের মাটি বিত্রিুর ব্যবসা শেষ হলে এলাকার স্থানীয় কৃষকদের বিল-(মাঠ) হতে যে পথে ফসল কেটে আনা নেওয়া করা হয় হঠাৎ করে ১ সপ্তাহ আগে রুপুলের নেতৃত্বে অবৈধভাবে মহাসড়কের জায়গায় শক্ত করে বাঁশের বেড়া দিয়ে দুটি তালা ঝুলিয়ে কৃষকদের যাতায়াতের পথ বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় কৃষকেরা প্রতিবাদ করতে গেলে তাদের নিকট হতে অর্থ ও চাঁদা দাবী করেন তারা।
দাবীকৃত টাকা না দিলে রাস্তা দিয়ে কোন কৃষকে বিলে যাতাযাত করতে দিবেন না বলে সাফ জানিয়ে দেয়া হয়। এব্যাপারে স্থানীয় কৃষকরা বলেন, হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মাঠের ফসল দেখভাল নিয়ে তারা বিপদে পড়েছেন। যদি স্থানীয় প্রশাসন বিষয়টি সমাধান না করেন তাহলে এ বিষয়কে কেন্দ্র করে যে কোন মুহুতে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিতে পারে বিধায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। আজকের তানোর