শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৪ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
পাকিস্তান বাংলাদেশকে হেসেখেলে হারালো

পাকিস্তান বাংলাদেশকে হেসেখেলে হারালো

ক্রীড়া ডেস্ক : নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত ম্যাচটি হেসেখেলে জিতেছে পাকিস্তান।আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বাকি ছিল আরো ৪৬ বল।

পাকিস্তানের হয়ে রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার মুনিবা আলী ও সিদরা আমিন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৯ রান। ব্যক্তিগত ১৪ রানে মুনিবা ফিরলেও পাকিস্তানের সহজ জয়ের পথে তা বাঁধা হয়ে দাঁড়ায়নি।

সিদরাকে সঙ্গে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন অধিনায়ক বিসমাহ মারুফ। শেষ পর্যন্ত দুজন অপরাজিত ছিলেন যথাক্রমে ৩৬ ও ১২ রানে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন সালমা খাতুন।

এর আগে সিলেট স্টেডিয়ামে আগের রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ছিল ভেজা। এ অবস্থায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জাহানারার পরিবর্তে খেলছেন লতা মণ্ডল।

ভেজা উইকেটে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম ২৫ বলে স্কোরবোর্ডে আসে মাত্র ৩ রান, সেই সঙ্গে হারাতে হয় তিনটি উইকেট। শামীমা সুলতানা, ফারজানা হক ও রুমানা আহমেদ প্রত্যেকেই মাত্র ১ রানে আউট হন।

এমন শুরুর পর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও লতা মন্ডল। দুজনের ২৪ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় টাইগ্রেসরা। লতা ১২ রানে ফেরার পর ১৭ রান করে সাজঘরে ফেরেন জ্যোতিও। সোবহানা মোস্তারি ও রিতু মনি দ্রুত ফিরলে আরো বিপদে পড়ে বাংলাদেশ।

এরই মাঝে বৃষ্টির হানায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে বাকি থাকা ১৫ বলে আসে ১২ রান। যেখানে বড় অবদান ছিল সালমা খাতুনের। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর কেউই বলার মতো স্কোর পাননি।

পাকিস্তানের হয়ে ডায়ানা বাইগ ও নিদা দার দুটি করে এবং সাদিয়া ইকবাল ও উমাইমা সোহাইল একটি করে উইকেট শিকার করেন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.