শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৬ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
ইউএনওরা নদী রক্ষায় যতটা না আগ্রহী, তার চেয়ে নদীর জমি ব্যক্তির নামে দিতে বেশি আগ্রহী

ইউএনওরা নদী রক্ষায় যতটা না আগ্রহী, তার চেয়ে নদীর জমি ব্যক্তির নামে দিতে বেশি আগ্রহী

প্রথম আলো : সরকার তো নদী দখলমুক্ত করাকে গুরুত্ব দিচ্ছে। তাহলে কাজ হচ্ছে না কেন?

মনজুর আহমেদ চৌধুরী: নদী দখলমুক্ত করতে গিয়ে আমাদের অনেক বিব্রতকর ও খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে। আমরা দেখেছি, শুধু বেসরকারি খাতের প্রভাবশালীরা যে নদী দখল করছে, তা কিন্তু নয়। সরকারি সংস্থাগুলোও নদী দখলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তারা নিজেরা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নদী দখল করছে। আবার প্রভাবশালীদের দখলে সহায়তা করছে। বিশেষ করে জেলা–উপজেলা প্রশাসন ও পৌরসভাগুলোকেও আমরা নদী দখলের সঙ্গে যুক্ত থাকতে দেখেছি। দখলদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েও অনেকে দখলে সহায়তা করছে। এ ধরনের পরিস্থিতি বজায় থাকলে নদী দখলমুক্ত করা কঠিন হয়ে যাবে।

প্রথম আলো: এত দিন ধরে বলা হতো, দেশের নদ–নদী রক্ষায় একক কোনো সংস্থা নেই। পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে মৎস্য অধিদপ্তরের নদীর ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ আছে। তাহলে নদী রক্ষা কমিশনের কাজ কি শুধু তালিকা তৈরি করা?

সারা দেশে নদী ও জলাভূমিগুলো দখল হয়ে যাচ্ছে

সারা দেশে নদী ও জলাভূমিগুলো দখল হয়ে যাচ্ছে

মনজুর আহমেদ চৌধুরী: নদীকে একটি জীবন্ত সত্তা ঘোষণা করেছে উচ্চ আদালত। আর দেশের নদ–নদী রক্ষার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশনকে। কিন্তু আমরা হাতে গোনা কয়েকজন কর্মকর্তা–কর্মচারী নিয়ে কাজ করছি। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সারা দেশে কাজ করা ও তত্ত্বাবধায়ন করার জন্য জনবল চেয়েছি। কমিশনের ন্যূনতম কাজ করার জন্য ১৪ জন কর্মকর্তা চেয়ে চিঠি দিয়েছি। অনেক কর্মকর্তা আমাদের সঙ্গে কাজ করতে রাজিও আছেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সাড়া পাচ্ছি না।

প্রথম আলো: দেশের বড় শহরগুলো ছাড়াও স্থানীয় পর্যায়েও এখন নদী দখল করা হচ্ছে। প্রতিকারের উপায় কী?

মনজুর আহমেদ চৌধুরী: দেশের প্রতিটি উপজেলায় একটি নদী রক্ষা কমিটি আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এর সভাপতি হিসেবে রয়েছেন। কিন্তু তাঁরা নদী রক্ষায় যতটা না আগ্রহী, তার চেয়ে বেশি তাঁদের নদীর জমি ব্যক্তিমালিকানায় নামজারির ব্যাপারে বেশি তৎপর দেখি। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নদী দখল হলেও তারা দখলমুক্ত করতে ভূমিকা রাখছে না, উল্টো নদী দখলকারীদের নানা সুবিধার বিনিময়ে সহায়তা করছে।

প্রথম আলো: চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তো সেলিম খানের মতো প্রভাবশালী বালুখেকোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মেঘনা নদী রক্ষায় তিনি সাহসী ভূমিকা রেখেছেন।

মনজুর আহমেদ চৌধুরী: অঞ্জনা খান মজলিশ অত্যন্ত সাহসী একজন কর্মকর্তা। কিন্তু তিনি সাহস করে নদী রক্ষা করতে গিয়ে উল্টো নিজে বিপদে পড়েছেন। দখলকারী প্রভাবশালী চক্র যে কত শক্তিশালী, তার বড় প্রমাণ হচ্ছে, তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর তাঁকে অন্যত্র বদলি করা হয়েছে। ওই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকেও বদলি করা হয়েছে। চাঁদপুরের মৎস্য অধিদপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তা অনেক বছর ধরে চাঁদপুরের ইলিশ রক্ষায় ভূমিকা রাখছিলেন। তাঁকেও চিংড়ি গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে। অর্থাৎ নদী রক্ষায় যাঁরা ভূমিকা রাখবেন, তাঁদের এমন সংকেত দেওয়া হলো, যাতে ভবিষ্যতে কেউ সাহস করে নদী রক্ষায় ভূমিকা না রাখেন। এসব কাজ দেশের নদ–নদী রক্ষায় অশনিসংকেত। এভাবে চলতে থাকলে দেশের কোনো নদী দখলমুক্ত হবে না। উল্টো যেসব জায়গা দখলমুক্ত হয়েছে, তা আবারও দখল হবে।

প্রথম আলো: ঢাকার চারপাশের নদীগুলোকে তো প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। ওই নদীগুলোর পানি তো এমনভাবে দূষিত হয়েছে যে সেখানে বেশির ভাগ মাছের পক্ষে বেঁচে থাকা কঠিন। নদী রক্ষার আইন–নিয়ম কি তাহলে শুধু কাগজে–কলমে সীমাবদ্ধ থাকবে?

মনজুর আহমেদ চৌধুরী: আমরা সরকারের বিভিন্ন মহলের কাছে ২০২৩ সালের মার্চের মধ্যে অন্তত ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার ব্যাপারে একটি পরিকল্পনা নিয়েছিলাম। দেশের স্বাধীনতার ৫২ বছর ও বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশে আমরা ওই নদীগুলোকে রক্ষা করার একটি উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিলাম। কিন্তু সরকারি অন্য সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এ জন্য যে ধরনের সমর্থন দরকার, যে পরিমাণে অর্থ ও জনবল দরকার, তার কোনোটাই আমরা পাইনি। তাহলে এ দেশে কীভাবে নদী রক্ষা হবে, এটা এখন আমারও প্রশ্ন। সূত্র : প্রথম আলো, ইফতেখার মাহমুদ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.