শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৬ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বুধবার দুই দিনের সফরে রাজশাহীর বাগমারায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডে সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। ১০ এবং ১১ আগস্ট তিনি উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন। সেই সাথে কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
১০ আগস্ট বুধবার উপজেলার হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে এবং ১১ আগস্ট বৃহস্পতিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা করবেন তিনি। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় মতবিনিময় সভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর আগমন উপলক্ষে ভবানীগঞ্জ বাজার, হাট গাঙ্গোপাড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, মহিলা লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোরণ নির্মাণ করা হয়েছে। সেই সাথে ব্যানার, ফেস্টুনে ভরে গেছে মতবিনিময় সভার স্থল।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডে সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর সফর সফল ও স্বার্থক করতে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডে সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর এই সফরের মধ্যে দিয়ে বাগমারার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।