শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৯ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
অর্থনৈতিক সম্ভবনার নতুন নাম ‘কাটিমন আম’

অর্থনৈতিক সম্ভবনার নতুন নাম ‘কাটিমন আম’

ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর আমের খ্যাতি ছড়িয়ে আছে দেশ থেকে সারা বিশ্বে। এ অঞ্চলে বিখ্যাত ফজলি, গোপালভোগ, ক্ষীরসাপাত, লক্ষণভোগ ল্যাংড়া, আম্রপালি ও আশ্বিনাসহ নানা প্রজাতির ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। অন্যান্য ফসলের চেয়ে রাজশাহীতে আমচাষ বেশী লাভজনক হওয়ায় বেশিরভাগ চাষী এখন উন্নত জাতের আম বাগান তৈরি করছেন।

তবে গত দুই বছর থেকে নতুন জাতের এই বারোমাসি আম চাষ করা হচ্ছে। কৃষি বিভাগ বলছে, একদম নতুন জাতের আম হওয়ায় বর্তমানে রাজশাহীর ৯ হেক্টর জমিতে কাটিমন আমের চাষ হচ্ছে।

রাজশাহীর পুঠিয়া, চারঘাট, বাঘা উপজেলার চাষিদের সাথে কথা বলে জানা গেছে, আমের মৌসুমে সকল জাতের আম বাজারে আসে। তবে কাটিমন জাতের আম মৌসুম ছাড়াও বাকি সময়ে পর্যাপ্ত পরিমান গাছে ধরে। এতে চাষীদের লাভের পরিমান কয়েকগুণ বৃদ্ধি পায়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ উম্মে ছালমা বলেন,‘গত দুই বছর থেকে রাজশাহী জেলার কয়েকটি উপজেলায় ৯ হেক্টর জমিতে বানিজিক ভাবে কাটিমন জাতের বারোমাসি আম চাষ করা হচ্ছে। আমের বাগান গুলোতে নিয়মিত পরিচর্যা করায় আশানুরুপ আম পাওয়া যাচ্ছে। মৌসুম বাদে আম ধরায় মৌসুমের চেয়ে কয়েকগুন বেশী দরে বিক্রি হচ্ছে। এতে করে এ বছর স্থানীয় চাষিদের আগ্রহ অনেক বেশী দেখা যাচ্ছে। চাষিরা এবার বানিজিক ভাবে বাগান করতে প্রাথমিক ভাবে জমি নির্বাচন করেছেন’।

পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আমচাষি শাখাওয়াত হোসেন মুন্সি বলেন,‘প্রায় প্রতিবছরই নতুন জাতের আমের জাত বাজারে আসছে। তবে এই অঞ্চলের চাষিরা আমের গুনগত মান যাচাই করেই বাগান তৈরি করেন। সে হিসাবে কাটিমন আম খুবই সুস্বাদু ও আঁশবিহীন। আর সঠিক নিয়মে পরিচর্যা করতে পারলে মৌসুম ছাড়াও বছরে আরো দুইবার আম ধরছে। যার কারনে গত বছর থেকেই অনেক চাষিরা বারোমাসি এই কাটিমন জাতের আম বাগান করতে বেশী আগ্রহ দেখাচ্ছেন।

তিনি বলেন, ‘এবার ব্যাক্তিগত ও বিভিন্ন নার্সারিতে কাটিমন জাতের আমের চারা পর্যাপ্ত উৎপাদন করা হচ্ছে। চারার বিক্রি বেড়েছে’।

একই উপজেলার জিউপাড়া গ্রামে কাটিমন আম চাষি আসাদুজ্জামান আসাদ বলেন, গত বছর প্রায় দুই একর জমিতে কাটিমন জাতের আমের চারা রোপন করা হয়েছে। এ বছর মৌসুম বাদে বেশীরভাগ গাছে কয়েকটি করে আম এসেছে। পরে গাছ গুলোতে নতুন ভাবে মুকুলও এসেছে। বর্তমানে কাটিমন আম ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে’।

এই চাষী আরো বলেন,‘বাজারে কাটিমন জাতের আমের চাহিদা অনেক। সেই সাথে এই আমের বাগান করতেও অনেকে আগ্রহী হচ্ছেন। বর্তমানে আমার ব্যাক্তিগত নার্সারিতে কয়েক হাজার কাটিমন জাতের চারা তৈরি করা হচ্ছে। চারা গুলো এবার নিজেস্ব জমিতে রোপন করা হবে। আর বাকি চারা গুলো পরিচিত কয়েকজন কিনতে চেয়েছেন’।

চারা উৎপাদনকারী খালেদ হোসেন বলেন,‘আমার নার্সারিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লাখ আমের চারা রয়েছে। এরমধ্যে কাটিমন জাতের চারা আছে প্রায় ৫০ হাজার। তবে গত মাসেই কাটিমন জাতের সকল আমের চারা বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, বর্তমানে বাজারে প্রতিটি কাটিমন আমের চারা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা দরে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক শামসুল হক জানান, আমি রাজশাহীতে দায়িত্বে থাকাকালীন এই আমের কার্যক্রম শুরু হয়। এটা বিদেশি জাতের আম। থাইল্যান্ড ও ভিয়েতনামের আম এটা। এ অঞ্চলের একটি লাভজনক ও বানিজিক ফসল। এরমধ্যে বারোমাসি কাটিমন জাতের নতুন এই আম স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এই আম সিজন ও আনসিজনে সমপরিমান ধরে। এর স্বাদ ও গুনগত মানও খুবই ভালো। আশা করা যায় কাটিমন আমের চাষ ব্যাপক বিস্তর ঘটবে’।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলীম উদ্দীন জানান,‘এটা বারি-১১ জাতের বিদেশী আম। নতুন ভাবে থাইল্যান্ড থেকে আনা বারোমাসি আম। দুই বছর থেকে পরীক্ষামূলক ভাবে এই আম চাষ হচ্ছে। আমাদের ফল গবেষণা কেন্দ্রে এই জাতের আমের কয়েকটি গাছ রয়েছে। মৌসুম বাদের অন-মৌসুমে বেশ কিছু আম পাওয়া যাচ্ছে। বারোমাসি জাত হওয়ায় বেশি দামে কৃষক বিক্রি করতে পারবে’। তিনি আরো জানান, এখন গাছ গুলো ছোট আছে। গাছ আরো বড় হলে এর ফলাফল সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.