শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে শিক্ষকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভালুয়েশনের পরিচালক প্রফেসর আমির হোসেন।
২৭ নভেম্বর শনিবার দুপুর ২ টায় নাচোল সরকারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর স:ম: আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, সহকারি পরিচালক লাইলুন নাহার ও মোহছেনা বেগম ।এছাড়া উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান ।
” শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে স্বাগত বক্তব্য দেন, প্রভাষক কোবির মোল্লা তিনি কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের লক্ষ্যে প্রধান অতিথি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।
সম্প্রতি নাচোল কলেজটি সরকারিকরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ জানান, কলেজের অধ্যক্ষ প্রফেসর স:ম: আব্দুস সামাদ আজাদ। তিনি পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং শিক্ষক ও কর্মচারীদের শূন্যপদ গুলো দ্রুত পূরণ করার বিশেষ অনুরোধ জানান ।
প্রধান অতিথি প্রফেসর মো: আমির হোসেন শিক্ষক-কর্মচারীদের শূন্য পদ গুলো পূরণের আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক আজিজুর রহমান। আজকের তানোর